মো: ইয়াছিন আলম /
মাহাফুজুর রহমান
সাতক্ষীরার শ্যামনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ বদরুজ্জামান (৭০) নামের এক আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে এগারোটার দিকে কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কের খানপুর আনসারের ভাটা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মীর জুবায়ের (১৯) নামে আরেক যুবককে গুরুতর আহতাবস্থায় সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হয়। সেখান থেকে পরবর্তীতে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।
নিহত বদরুজ্জামান কালিগঞ্জ উপজেলার রায়পুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। আহত মীর জুবায়ের একই উপজেলার মৌতলার ঝড়ুখামার গ্রামের নুরুল আলমের ছেলে। আহত মীর জুবায়ের শ্যামনগরের নকিপুর বাজারের একজন গার্মেন্টস ব্যবসায়ী বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার আহত মীর জুবায়ের শ্যামনগরের নকিপুর বাজারের দোকান বন্ধ করে মৌতলার ঝড়ুখামার গ্রামে তার বাড়িতে ফিরে যাচ্ছিলেন। পথে খানপুর আনসারের ভাটার সামনে আসলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের আরোহীরা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বদরুজ্জামান নিয়মের ওই মোটরসাইকেল আরোহীকে মৃত্যু ঘোষনা করে। পরে গুরুতর আহত মীর জুবায়েরকে সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, একজনকে হাসপাতালে নিয়ে আসার পথমধ্যে মৃত্যু হয় এবং আরেকজনের অবস্থা আশঙ্কাজন জনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হয়েছে।
এ ঘটনায় শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়েছি এবং তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।