মো: ইয়াছিন আলম
সাতক্ষীরার শ্যামনগরে সফল ভাবে শঙ্কামুক্ত ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন শ্যামনগর উপজেলা বিএনপি।
রবিবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার নকিপুর সরকারি এইচএসসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও সনাতনী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা এ কথা বলেন।
মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সারা দেশে সব সনাতনীদের পাশে থাকার জন্য বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দিয়ছেন উল্লেখ করে বিএনপি নেতৃবৃন্দরা বলেন, বিএনপি সব ধর্মের মানুষের নিরাপত্তা এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার দেশ। বিএনপি কোনোদিন ধর্মের ভিত্তিতে বা বিভাজনের রাজনীতি করে না। বিএনপি সব ধর্মের, সব জাতিগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিতে কাজ করে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি) শ্যামনগর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ। শ্যামনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু রবীন্দ্রনাথ বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ছাত্র নেতা সহকারী অধ্যাপক আবু সাঈদ,জেলা বিএনপির অন্যতম সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক সাবেক ছাত্রনেতা এডঃ আশেক ই এলাহী মুন্না,উপজেলা বিএনপির সহ সভাপতি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও আটুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোড়ল, যুব বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা জহুরুল হক আপ্পু, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য মিসেস নূরজাহান পারভীন ঝর্ণা,উপজেলা পুজা উদযাপন কমিটির উপদেষ্টা সহকারী অধ্যাপক পরিমাল কুমার মন্ডল, সহ-সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী, সেক্রেটারী এডঃ কৃষ্ণপদ মন্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের শ্যামনগর উপজেলা শাখার সেক্রেটারী কিরণ শংকর চ্যাটার্জী,ছাত্র প্রতিনিধি শরিফুল ইসলাম ও মাসুম বিল্লাহ প্রমুখ।উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান আজিবর,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির,সহ সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুল ওয়াহাব, সুন্দরবন প্রেস ক্লাবের সহস্য মো: ইয়াছিন আলম, রমজাননগর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ,সাধারন সম্পাদক আব্দুল মজিদ,ভূরুলিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রবিউল ইসলাম,বুড়িগোয়ালিনি ইউনিয়ন বিএনপি পশ্চিম শাখার সভাপতি গফুর সরদার,পূর্ব শাখার ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল মাষ্টার,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম,সাংগঠনিক সম্পাদক আবিদুর মেম্বর,কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি জামিলুর রহমান বাবলু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার মেম্বর,সাংগঠনিক সম্পাদক ডিএম মফিজুর রহমান,কৈখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব খোকন,সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক,পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান,আটুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী মেম্বর,মুন্সিগন্জ ইউনিয়ন বিএনপির সহসভাপতি আঃ গফুর মোড়ল,সাবেক ছাত্রনেতা প্রভাষক মোক্তার আলী,শ্যামনগর উপজেলা ওলামা দলের সভাপতি ক্বারী রবিউল ইসলাম,নুরনগর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা জিএম ইউসুফ আলী,প্রভাষক গোলাম শাহনেওয়াজ রাজু,প্রভাষক গোলাম মোর্শেদ,শ্যামনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ নাজমুল হক,যুগ্ম আহবায়ক মজনু এলাহী,হাফিজ আল আসাদ কল্লোল,এডঃ শফিকুল ইসলাম,জি এম হাবিবুল্লাহ,টুকু,বাবলুর রহমান,আলমগীর হোসেন আলম,শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার সিদ্দিক,সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ শাহরিয়ার মাসুদ,যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ,স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম,মুনিগন্জ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমির হামজা আবু,শ্যামনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম,জেলা জিয়া পরিষদের যুগ্ম আহবায়ক এডঃ সিরাজুল ইসলাম,উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন,বুড়িগোয়ালিনি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জি এম রুস্তম আলী,সভাপতি আব্দুস সালাম,নুরনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক রাজু আহম্মেদ,শ্যামনগর উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত,শ্যামনগর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৈয়েবুর রহমান নাজমুল,জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ডিএম সজল, শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু,সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন,সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা,যুগ্ম আহবায়ক বক্কর হোসেন বকুল,বেলাল হোসেন,মোস্তফা কামাল,শ্যামনগর সরকারী মহসীন কলেজ ছাত্রদলের আহবায়ক উজ্জল হোসেন,যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান হাফিজ,শ্যামনগর উপজেলা মৎসজীবী দলের সভাপতি সেলিম হোসেন,সাধারণ সম্পাদক সোহেল,সাংগঠনিক সম্পাদক রিপন,শ্যামনগর উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক রায়হান,উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোক্তার কয়াল,মফিজুর খাঁ মফু,সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মতলেব খান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য রাজকানি সেলিম,বিএনপি নেতা মোজাফফর আলী খান ঝুনু,আশেকুল বাচা,ফারুক হোসেন,ফজলু মেম্বর,হানিফ,সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বাবু,ছাত্রদল নেতা শুভ,মাসুদ,ত্যাগী,মুন, কৃষকদল নেতা আরিফ,শ্রমিক দল নেতা আলিম,রাজ্জাক,সিরাজ,মোসাব্বের প্রমূখ। এ সময় শ্যামনগরের ৬৬টি মন্দির কমিটির সভাপতি ও সেক্রেটারীর হাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটিতে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন-উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ আশেক-ই-এলাহী মুন্না, আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডঃ মাসুদুল আলম দোহা ও শ্যামনগর পৌরসভা বিএনপির সেক্রেটারী আব্দুস সবুর। আসন্ন শারদীয় দুর্গাপূজা সফল ভাবে পালন করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি) শ্যামনগর উপজেলা শাখা ও তার সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সর্বাত্বক সহযোগিতা প্রদান করবে বলে আশ্বাস প্রদান করা হয়।