প্রতিনিধি 29 August 2025 , 6:09:46 প্রিন্ট সংস্করণ
মো: ইয়াছিন আলম :
সাতক্ষীরার জেলার শ্যামনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন শেখ নাজমুল হক। মঙ্গলবার (২৮ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শফিকুল ইসলাম দুলু দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় সংগঠনের নীতিমালার আলোকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।একই সাথে শ্যামনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ নাজমুল হককে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। দলীয় শৃঙ্খলা রক্ষায় যুবদল ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। শেখ নাজমুল হককে যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নির্বাচিত করায় তৃণমূল নেতা কর্মীদের মধ্য আনন্দের বাতাস বইছে।