মো: ইয়াছিন আলম :
কেন্দ্রীয় নির্দেশনায় শ্যামনগরের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির নেতা আশেক ইলাহি মুন্না শুকুরবার (১১ অক্টোবর) মহা অষ্টমী পূজায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।এ সময় বিভিন্ন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও খোঁজখবর নেন।তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে দেশের সকল মণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বিএনপি। উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা যাতে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সে বিষয় বিএনপি সজাগ রয়েছে।শুভেচ্ছা বিনিময়কালে তার সাথে উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।তিনি বলেন এদেশ শান্তি ও সম্প্রিতির দেশ। একটি চক্র এই সম্প্রীতি বিনষ্ট করবার পায়তারা করে ফায়দা লুটতে চায়। বিএনপি সেই অসৎ উদ্দেশ্য সফল হতে দিবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি শান্তি ও সম্প্রিতির জন্যে কাজ করে এবং আগামীতেও কাজ করবে।