অন্যান্য

শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের ৮ বছরের ছেলে পানিতে ডুবে মৃত্যু।

  প্রতিনিধি 10 February 2025 , 2:36:47 প্রিন্ট সংস্করণ

 

শামসুদ্দোহা 
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নে পানিতে ডুবে শিশু জিসান (৮) মৃত্যু হয়েছে ।

 জিসান ধনুয়া গ্ৰামের তরমুজের পাড় এলাকার হারুনের ছেলে।

জিসান বাড়ির পাশে অবস্থিত হাফেজিয়া মাদ্রাসার ছাত্র । সোমবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়িতে আসার পর নিখোঁজ । খোঁজাখুঁজি করার পরও না পেয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে জুতা পড়ে থাকতে দেখে,পুকুরে পড়ে আছে এমন সন্দেহ খুজাখুজি শুরু করে । এলাকাবাসীর সূত্র থেকে জানাযায়, পুকুর থেকে জিসানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় । পেট থেকে পানি বের করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেও বাচানো যায়নি। অনেকের ধারণা মৃত অবস্থায় জিসানের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে । জিসানের মৃত্যুতে পরিবারের সদস্য সহ এলাকায় চলছে শোকের মাতম ।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ