বিশেষ প্রতিনিধি, মোঃ মিন্টু:
দুর্যোগের পূর্ভাবাস প্রস্তুতি,বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি”এ প্রতিপাদ্য সামনে রেখে আলোচনা সভা ও অগ্নিকান্ড নির্বাপক প্রদর্শনের মাধ্যমে গাজীপুরের শ্রীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় উপজেলা প্রশাসনের আয়োজনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কারিগরি সহায়তায় এ মহড়ার আয়োজন করা হয়।উপজেলা চত্বর চলে এ মহড়া
মহড়া প্রদর্শন করেন, ফায়ার সার্ভিসের মাওনা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) এটিএম মাহমুদুল হাসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী তাসজিদ আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল করিম,রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা, ইসলামি ফাউন্ডেশনের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, স্থানীয় মসজিদের ইমাম ও সেন্টাল মডেল স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম আগামীর বাংলাকে বলেন,” আমাদের নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়। প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই। কিন্তু আমরা যদি পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে এসব দুর্যোগ মোকাবিলা করে টিকে থাকা আমাদের জন্য অনেক সহজ হবে। তাই অগ্নিকাণ্ড ছাড়াও যে কোনো দুর্যোগ মোকাবিলায় আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে।