অন্যান্য

শ্রীপুরে কবর থেকে পাঁচ কঙ্কাল চুরি!

  প্রতিনিধি 27 October 2024 , 2:46:01 প্রিন্ট সংস্করণ

শামসুদ্দোহা

শ্রীপুর উপজেলা প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে কবর থেকে রাতের আধাঁরে ৫টি কঙ্কাল চুরি হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে কোনো এক সময় কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয়। তেলিহাটি ইউনিয়নের প্রামাণিক বাড়ি এলাকার কবরস্থান কঙ্কালগুলো চুরি হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকালে কঙ্কাল চুরির ঘটনাটি সবার নজরে আসে।
গ্রামবাসীরা জানান, আজ সকালে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় লোকজন কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখে। পরে আশপাশের লোকজনকে বিষয়টি জানানো হয়। তারা আরও জানান, কবরস্থানের নতুন পুরাতন অনেকগুলো কবর রয়েছে। সেখানে ৫টি কবর খুঁড়ে চোরেরা কঙ্কালগুলো নিয়ে গেছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, শুক্রবার রাতের কোনো একসময় সংঘবদ্ধ চোর চক্র কয়েকটি কবরের মাটি খুঁড়ে কবর থেকে কঙ্কাল নিয়ে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ