অন্যান্য

শ্রীপুরে চলন্ত ট্রেনের নাট খুলে ৫ বগি আলাদা, ১ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক!

  প্রতিনিধি 23 September 2024 , 1:29:04 প্রিন্ট সংস্করণ

শামসুদ্দোহা

গাজীপুরের শ্রীপুরে নাট খুলে একটি চলন্ত আন্তনগর ট্রেনের পাঁচটি বগি আলাদা হয়ে যায়। চালক বিষয়টি টের পেয়ে দ্রুত ট্রেন থামান। আগামীকাল

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের লোহাগাছ এলাকায় এই ঘটনা ঘটে।

ওই ট্রেনের একাধিক যাত্রী বলেন, বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি লোহাগাছ সাতরাস্তা মোড় এলাকা পার হলে বিকট শব্দে পেছনের পাঁচটি বগি খুলে যায়। ট্রেনের একটি বড় নাট ভেঙে গেলে এই ঘটনা ঘটে। চালক বিষয়টি টের পেয়ে দ্রুত ট্রেনটি থামান। পরে ট্রেনের টেকনিশিয়ান ঘণ্টাব্যাপী চেষ্টা করে বগিগুলোর সংযোগ ঠিক করেন। মেরামত শেষে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর রেলস্টেশন মাস্টার শামীমা জাহান দৈনিক চেতনায় বাংলাদেশ পত্রিকাকে বলেন, শ্রীপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ইজ্জতপুর সেকশনে ঢোকার আগেই লক ভেঙে পাঁচটি বগি আলাদা হয়ে যায়। এ সময় ওই লাইনে অন্য কোনো ট্রেন না থাকায় শিডিউল বিপর্যয় ঘটেনি। ঘণ্টাব্যাপী চেষ্টা করে নিজস্ব টেকনিশিয়ান দিয়ে বগির সংযোগ ঠিক করা হয়েছে। এখন এই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ