প্রতিনিধি 21 June 2025 , 8:33:12 প্রিন্ট সংস্করণ
শামসুদ্দোহা শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে এক চিকিৎসক দম্পতির বাড়িতে ডাকাত দল হানা দিয়েছে। তারা ওই দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে দেড় লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী বাজার এলাকায় চিকিৎসক মোর্শেদুল হক শরীফের বাড়িতে এই ডাকাতি হয়।মোর্শেদুল জানান, রাতে ১০-১২ জনের একদল ডাকাত মই দিয়ে বাড়ির দোতলার বারান্দায় ওঠে। প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র এবং মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। ডাকাতেরা বারান্দার দরজা দিয়ে ঘরে প্রবেশ করে গৃহকর্তাকে ঘুম থেকে ডেকে তুলে তাঁর মাথা কাঁথা দিয়ে ঢেকে হাত-পা বেঁধে ফেলে। এ সময় তাঁর স্ত্রী চিকিৎসক মৌসুমী আক্তার লিজাকে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে মোবাইল ফোন এবং আলমারি ও ওয়ার্ডরোবের চাবি নিয়ে নেয়।মোর্শেদুলের তথ্য অনুযায়ী, ডাকাতেরা পরে ঘরের আসবাব তছনছ করে নগদ দেড় লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালংকারসহ ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়। তারা বাড়িতে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে ডাকাতি চালায়। যাওয়ার সময় পুলিশ ও গণমাধ্যমকর্মীদের ঘটনাটি জানাতে নিষেধ করে হুমকি দিয়ে যায়।এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে খবর পেয়ে রাতেই পুলিশ চিকিৎসক দম্পতির বাড়ি পরিদর্শন করে। তাঁদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ডাকাতি রোধে এবং ডাকাতদের ধরতে পুলিশ কাজ করছে।