প্রতিনিধি 25 September 2024 , 2:32:04 প্রিন্ট সংস্করণ
মোঃ মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে সোয়েটার কারখানার জুট ব্যবসা নিয়ে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ সহ আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্র নিয়ে দাওয়া পাল্টা দেওয়া চলে এবং ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি।
গতকাল(২৫ সেপ্টেম্বর) বুধবার সকালে থেকে শ্রীপুর পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের বেড়াইদেরচালা গ্রামের এসকিউ সেলসিয়াস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানা যায়,গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো.পলাশ তার প্রয়াত বাবা শাহজাহানের চঞ্চল এন্টারপ্রাইজের নামে থাকা ব্যবসা এসকিউ সেলসিয়াস লিমিটেড কারখানার জুট বের করতে গাড়ি নিয়ে কারখানায় প্রবেশ করে।
এ সময় জেলা কৃষক দলের আহ্বায়ক আলহাজ্ব আবুল কালাম আজাদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জুট বের করতে বাধা দেয়।
এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।এসময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি আগ্নেয়াস্ত ও দেশীয় অস্ত্র নিয়ে মহরা চালানো হয় এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আটকাপড়া কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
এ সময় কয়েক ঘণ্টাব্যাপী দুপক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা-ধাওয়া চলে।স্থানীয় এক হোটেল ব্যবসায়ী বলেন,হঠাৎ করে দুপক্ষের এক হাজারের মতো লোকজন দু’ভাগে এসে দু’দিক থেকে হামলা চালায়। সবার হাতে দা, লাঠি, ছুরি ছিল।এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আমরা আতঙ্কিত হয়ে দোকান বন্ধ করে শংকিত হয়ে পড়ি।
গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো.পলাশ বলেন,চঞ্চল এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় এসকিউ সেলসিয়াস লিমিটেডের একটি প্রতিষ্ঠানে বৈধ ব্যবসা করে আসছি।
গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে কারখানা থেকে জুট বের করতে গেলে জেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে বলে জানান।
ব্যাপারে গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ অভিযোগ অস্বীকার করে বলেন,আমি ঢাকায় রয়েছি।আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।
হামলা কে বা কারা করছে এ বিষয়ে আমি কিছুই জানি না।
এসকিউ সেলসিয়াস লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন,চঞ্চল এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বৈধ ভাবে জুট ব্যবসা করছে।
আজ দুগ্রুপের সংঘর্ষ হয়েছে কারখানার সামনে।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন বলেন,একটি কারখানার জুট ব্যবসা নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের বিষয় টি শুনেছি তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
গাজীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন,
সংঘর্ষে গুলি চালানোর ঘটনাও ঘটেছে এ বিষয়ে তদন্ত হবে তদন্তে প্রক্রিয়া চলমান বে-আইনি অস্ত্র ব্যবহার ব্যবহারকারীকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।