অন্যান্য

শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণ অস্ত্রধারী গ্রেপ্তার

  প্রতিনিধি 9 July 2025 , 1:08:39 প্রিন্ট সংস্করণ

শামসুদ্দোহা শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্রকে তুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত আবু কাওসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে উদ্ধার করা পিস্তলটি খেলনা পিস্তল বলে দাবি পুলিশের। জনমনে এ নিয়ে নানান প্রশ্ন উঠেছে।

এ ঘটনায় আজ বুধবার ভুক্তভোগী স্কুলছাত্রের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। এর আগে গতকাল মঙ্গলবার রাতে অভিযুক্ত কাওসারকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি খেলনা পিস্তল, দুটি ওয়াকিটকি।গ্রেপ্তারকৃত আবু কাওসার (৪০) উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের ইমান আলীর ছেলে। মামলার অন্য আসামিরা হলেন—এমদাদুল হক (৫০), নূরুল ইসলাম (৪০), আরাফাত হোসেন (২২), এশফাকুল (২২) ও রিফাত (১৯)।স্থানীয় দোকানি মনির হোসেন বলেন, আমাদের সামনে অস্ত্র উঁচু করে একজন শিক্ষার্থীকে তুলে নিল। ভয়ে আশপাশের লোকজন এদিক-সেদিক ছোটাছুটি করে চলে গেলো। পিস্তল দিয়ে ফায়ারের চেষ্টা করল। সেটি কী করে খেলনা পিস্তল হলো!
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত কাওসারের বাড়িতে অভিযান চালায়। তাকে বাড়িতে পাওয়া যায়নি। সেখান থেকে একটি খেলনা পিস্তল ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞেসবাদে অভিযুক্ত কাওসার জানিয়েছে, শুধু ভয় দেখানোর জন্যই খেলনা পিস্তল তাক করেছেন তিনি। পিস্তলটি অনলাইনে অর্ডার করে কেনা।উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের হাজী প্রি ক্যাডেট স্কুলে এ ঘটনা ঘটে। সন্ধ্যার পরপরই ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ