বিশেষ প্রতিনিধি, মোঃ মিন্টু:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এবং মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কাওরান বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
নিহতরা হলেন— উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. রাশেদ (৩০)। অপরজন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্বপাড়া গ্রামের মো. রুহুল আমীনের ছেলে আবুবক্কর সিদ্দিক (৩৫)। তিনি কালিয়াকৈরের প্রাইম ব্যাংকের অপারেশন অফিসার ছিলেন।
মাওনা হাইওয়ে থানার পরিদর্শক মো. আইয়ুব আলী জানান, মো. রাশেদ মোটরসাইকেলে মাওনা থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এক বৃদ্ধ পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রাতে মরদেহ হস্তান্তর করা হয়।
শ্রীপুর থানার পরিদর্শক মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কালিয়াকৈর প্রাইম ব্যাংকের অপারেশন অফিসার আবুবক্কর সিদ্দিকের মরদেহ উদ্ধার করা হয়। শনিবার রাতে তিনি বাড়ি থেকে কালিয়াকৈরে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে কাওরান বাজার নামক স্থানে লেগুনার সঙ্গে সিএনজির সংঘর্ষে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তার মরদেহ হস্তান্তর করা হয়।