অন্যান্য

শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

  প্রতিনিধি 18 October 2024 , 3:57:35 প্রিন্ট সংস্করণ

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে চৌগাছি স্পোটিং ক্লাবের আয়োজনে ১৬ দলের নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার বিকালে চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

প্রথম দিনে খেলাটিতে রাজবাড়ী জেলার পক্ষে কালুখালি উপজেলার মৃগী ফুটবল একাদশ ও ঝিনাইদহ জেলা ফুটবল একাদশের মধ্যে এক তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক।

এ সময় আরো উপস্থিত ছিলেন, দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মছিহুল আজম বিএনপির সভাপতি নওশের আলী মোল্যা, সাধারণ সম্পাদক এম মকিদ হাসান,সাংগঠনিক সম্পাদক তুজাম মোল্য, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের মাগুরা জেলা কমিটির সদস্য মোঃ আব্দুল মান্নান বিশ্বাস প্রমুখ।

রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার মৃগী ফুটবল একাদশের কাছে ঝিনাইদহ জেলা ফুটবল একাদশ ২-০ গোলে পরাজিত হয়।

খেলাটিতে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ফুটবল একাদশের প্লেয়ার মোঃ আলিফ ম্যাচ সেরা নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করেন।

মুজাহিদ শেখ
শ্রীপুর প্রতিনিধি

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ