প্রতিনিধি 10 November 2024 , 1:11:26 প্রিন্ট সংস্করণ
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলার ৭নং সব্দালপুর ইউনিয়নের চেয়ারম্যান পান্না খাতুন তার বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন৷ রবিবার দুপুরে উপজেলার তারাউজিয়াল গ্রামস্থ তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে চেয়াম্যান পান্না থাতুন জানান, আমি শ্রীপুর উপজেলার ৭নং সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি।
দুঃখজনক হলেও সত্য আমার ইউনিয়ন পরিষদের কয়েকজন মেম্বার তাদের অযোক্তিক দাবি দাওয়া পূরণ না করায় তারা আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় গত ৪ নভেম্বর কয়েকজন মেম্বার বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন এবং মানববন্ধন করে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
পান্না খাতুন লিখিত বক্তব্যে আরো বলেন, প্রকৃত ঘটনা এই যে, আমি নির্বাচিত হবার পর থেকে সকল মেম্বরাদের সঙ্গে নিয়ে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, টিসিবি, এলজিএসপি, ইউনিয়ন উন্নয়ন সহায়তা, টিআর কাবিখা, গভীর / অগভীর টিউবওয়েল, কৃষিপণ্য, শীত বস্ত্র, মাতৃত্ব কালীন ভাতা, ট্যাক্স আদায়, মেম্বারদের বেতন-ভাতাদি প্রদানসহ বিভিন্ন সরকারী বরাদ্দ রেজুলেশনের পরে বাস্তবায়ন করে আসছি। যার প্রমাণ ইউনিয়ন পরিষদে সংরক্ষিত আছে।
আমার বিরুদ্ধে তাদের করা কোন অভিযোগই সত্য নয়। আমি আমার বিরুদ্ধে আনিত সকল মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় চেয়ারম্যান পান্না খাতুনের স্বামী সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন ।