বিশেষ প্রতিনিধি মোঃ মিন্টু:
গাজীপুর শ্রীপুরে মাথায় লাল কাপড় বাঁধা, হাতে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে গাজীপুরের শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে মহড়ার ঘটনা ঘটেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের শ্রীপুরে এমসি বাজারে দেশীয় অস্ত্র হাতে নিয়ে প্রকাশ্যে মাইকে চাঁদাবাজির ঘোষণা দেন ওই নেতা। তার সেই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
অভিযুক্ত যুবদল নেতার নাম জাহাঙ্গীর আলম পিন্টু (৩৫)। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরু ব্যাপারীর ছেলে। জাহাঙ্গীর আলম পিন্টু উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্যসচিব।
১ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিও থেকে শোনা যায়, ‘জাহাঙ্গীর ভাইয়ের অ্যাকশন–ডাইরেক্ট অ্যাকশন। বিসমিল্লাহির রহমানির প্রিয় দোকানদার ভাইয়ের আমি জেল থেকে এসে ঘোষণা দিয়েছিলাম যে এমসি বাজারটাকে আমি আমার নিজস্ব লোক ও আপনাদের সহযোগিতার সুন্দরভাবে পরিচালনা করব। কিন্তু কিছু মানুষের জন্য আমি পারি নাই। আজকে আমি লোকজন নিয়ে বাজারে এসেছি। আপনাদের সঙ্গে সম্পর্ক করতে এবং আপনাদের সহযোগিতা করতে। আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যত দিন পর্যন্ত বেঁচে থাকি, তত দিনে পর্যন্ত আমার নিয়ন্ত্রণে চলবে এমসি বাজার এবং আপনাদের দয়া করে বলছি, এখন এই মুহূর্তে আমার লোকজন খাজনা ওঠানো শুরু করবে। কেউ বাধা দিবেন না। বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে। অনেক খেসারত দিতে হবে। কে বাজার ইজারা নিল কি না, সেটা আমার জানার বিষয় না। তাই কেউ বাধা দিবেন না। আমাদের কাজ আমাদের করতে দেন। এখনই আমার লোকজন টাকা ওঠানো শুরু করবে।’ এ সময় তার চারপাশে শতাধিক যুবক লাল কাপড় পরে ছিলেন। হাতে রয়েছে ধারালো দেশীয় অস্ত্র রাম দা।
গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা বলেন, ‘এই ধরনের বক্তব্য দল কোনোভাবেই সমর্থন করে না। এই ধরনের বক্তব্য দলের জন্য খুবই সাংঘর্ষিক। ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল গণমাধ্যমকে বলেন, ‘এমসি বাজার এলাকায় কিছু দুষ্কৃতকারী প্রকাশ্যে চাঁদাবাজি করছে। দোকানদারদের ভয়ভীতি হুমকি দিয়েছে। আইনশৃঙ্খলাবাহিনী বিষয়টি অবগত হয়েছে। পুলিশের কয়েকটি টিম তাদের গ্রেপ্তার করতে কাজ করছে।