প্রতিনিধি 25 May 2025 , 3:39:01 প্রিন্ট সংস্করণ
কবির আকন্দ-শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
২৪ মে ২০২৫ শনিবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাব ১৯৯০ এর নিজস্ব কার্যালয়ে ২০২৫-২৬ মেয়াদে মো. মাহফুল হাসান হান্নান (বণিক বার্তা) সভাপতি ও আব্দুস ছালাম রানা (৭১ টেলিভিশন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের সার্চ কমিটি পূর্বের আহবাায়ক কমিটি বিলুপ্ত করে কণ্ঠ ভোটের মাধ্যমে শ্রীপুর প্রেসক্লাবের ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি বশির আহমেদ কাজল (দৈনিক দিনকাল) সহসভাপতি মোতাহার খান (জিটিভি) সহসভাপতি মো. মাহবুবুর রহমান (দৈনিক বাংলাদেশ প্রতিদিন) যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাতুল মণ্ডল (দৈনিক আজকের পত্রিকা) সহ সম্পাদক মো. সিহাব খান (এটিএন নিউজ) সাংগঠনিক সম্পাদক ইজাজ আহমেদ মিলন ( দৈনিক সমকাল) কোষাধ্যক্ষ মো. আদনান মামুন (আনন্দ টেলিভিশন) প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেহেদী হাসান লিটন (দৈনিক সময়ের আলো), দপ্তর সম্পাদক মো. জুনায়েদ আকন্দ (দৈনিক সরেজমিন), ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মোশারফ হোসাইন তযু ( দৈনিক আলোকিত বাংলাদেশ) তথ্য ও গবেষণা সম্পাদক আসাদুজ্জামান বিপু (দৈনিক আনন্দ বাজার) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাইফুল ইসলাম সুমন (দৈনিক আমার বার্তা। কার্যনির্বাহী সদস্যরা হলেন, আব্দুল লতিফ (দৈনিক আমাদের সময়), শাহীন আকন্দ (দৈনিক কালের কণ্ঠ, মো. শফিকুল ইসলাম (দৈনিক ভোরের আকাশ) নূরে আলম সিদ্দিকী (দৈনিক খোলা কাগজ) সাদিক মৃধা (দৈনিক প্রথম আলো)।