কবির আকন্দ,শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধিঃ
গত দুইদিন যাবৎ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী ফরিদা আক্তারের ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হয়েছে।
উক্ত ভিডিওতে দেখা যাচ্ছে জমি রেজিস্ট্রি করতে আসা এক ব্যক্তির কাছ থেকে শ্রীপুর সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী ফরিদা আক্তার তার অফিসের অফিস টেবিলের নিচ দিয়ে কয়েকটি এক হাজার টাকার নোট ঘুষ গ্রহণ করছেন।পাশে থাকা আরেক একজন পুরুষ কর্মচারী রেজিস্টার খাতা দিয়ে আড়াল করে রাখছেন। এই ভিডিওটি ফেসবুকে বেশি বেশি করে শেয়ার হচ্ছে।
দলিল রেজিস্ট্রি করতে আসা একাধিক ব্যক্তিদের সাথে আলাপ করে জানা যায় প্রতিটি দলিল রেজিস্ট্রি করতে ফরিদা আক্তারের কাছে ১০ থেকে ১৫ হাজার টাকা ঘুষ দিতে হয়।
এ ব্যাপারে জানতে ফরিদা আক্তারকে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
তাছাড়া শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), জনাব আতাহার শাকিল সাহেবকে ফোন করলে তিনিও ফোন রিসিভ করেননি।