প্রতিনিধি 27 July 2025 , 5:08:45 প্রিন্ট সংস্করণ
সাব্বির খান
ঢাকার মাইলস্টোন কলেজে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা চেয়ে শ্রীমঙ্গল উপজেলা তালামীয কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাদ আসর (বৃহস্পতিবার) শ্রীমঙ্গল উপজেলার উকিলবাড়ি রোডস্থ তালামীযে ইসলামিয়ার কার্যালয়ে এ আয়োজন করে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, শ্রীমঙ্গল উপজেলা শাখা।
দোয়া মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। তারা নিহতদের জন্য শোক প্রকাশ করেন এবং আল্লাহর দরবারে তাদের মাফ ও জান্নাতের উচ্চ মাকামের জন্য প্রার্থনা করেন। আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্যও দোয়া করা হয়।
আয়োজকরা বলেন, এই শোকাবহ মুহূর্তে আমরা দেশের প্রতিটি মানুষকে একসাথে দোয়ার মাধ্যমে পাশে থাকার আহ্বান জানাচ্ছি।