অন্যান্য

শ্রীমঙ্গলে বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় তালামীযের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

  প্রতিনিধি 27 July 2025 , 5:08:45 প্রিন্ট সংস্করণ

সাব্বির খান 

ঢাকার মাইলস্টোন কলেজে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা চেয়ে শ্রীমঙ্গল উপজেলা তালামীয কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাদ আসর (বৃহস্পতিবার) শ্রীমঙ্গল উপজেলার উকিলবাড়ি রোডস্থ তালামীযে ইসলামিয়ার কার্যালয়ে এ আয়োজন করে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, শ্রীমঙ্গল উপজেলা শাখা।

দোয়া মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। তারা নিহতদের জন্য শোক প্রকাশ করেন এবং আল্লাহর দরবারে তাদের মাফ ও জান্নাতের উচ্চ মাকামের জন্য প্রার্থনা করেন। আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্যও দোয়া করা হয়।

আয়োজকরা বলেন, এই শোকাবহ মুহূর্তে আমরা দেশের প্রতিটি মানুষকে একসাথে দোয়ার মাধ্যমে পাশে থাকার আহ্বান জানাচ্ছি।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ