শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল-সদর সংযোগ সড়কে বৃহস্পতিবার (১ মে) সকাল ৬টার দিকে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এস কে রায় শপিং কমপ্লেক্সের সামনে অবস্থিত 'ইজি গেঞ্জি' শো-রুমের সামনেই একটি ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে সড়কের পাশে থাকা দুটি বৈদ্যুতিক খুঁটিতে।
ধাক্কার তীব্রতায় খুঁটি দুটি সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে যায়। এতে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি অতিরিক্ত গতিতে চলছিল এবং চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে পরিস্থিতি সামাল দেন।
পরে শ্রীমঙ্গল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয় এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা খুঁটি প্রতিস্থাপনের কাজ শুরু করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি তদন্ত শুরু করেছে।