অন্যান্য

শ্রীমঙ্গল যেন যানজটের শহর: ভোগান্তিতে জনজীবন

  প্রতিনিধি 25 August 2025 , 10:02:14 প্রিন্ট সংস্করণ

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের পর্যটন শহর শ্রীমঙ্গল এখন যেন যানজটের শহর’ নামে পরিচিত। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শহরের প্রধান সড়ক, চৌমুহনা, স্টেশন রোড, কলেজ রোডসহ গুরুত্বপূর্ণ মোড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা পড়ছেন চরম ভোগান্তিতে।

যানজটের কারণগুলো:
– অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা।
– রিকশাচালকদের অসচেতন চলাচল।
– ট্রাফিক ব্যবস্থাপনার ঘাটতি।
– নির্দিষ্ট পার্কিং ব্যবস্থার অভাব।
– শহরের মধ্যে ভারী যানবাহন চলাচল।

শ্রীমঙ্গলের পৌর নাগরিক ও সংবাদকর্মী বিকুল চক্রবর্তীর অভিযোগ, শহরজুড়ে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশাই মূলত যানজটের কারণ। রাস্তার ওপর যে যার মতো এ রিকশা দাঁড় করিয়ে রাখায় শহরে চলাচল কষ্টকর হয়ে পড়ছে। তিনি শহরে বাসস্ট্যান্ড নির্মাণের দাবি জানালেন।

সুবোধ, সুমনসহ একাধিক ব্যবসায়ী জানালেন, যানজটের কারণে ব্যবসা বাণিজ্যে এক রকম স্থবিরতা দেখা দিয়েছে। তারা জানালেন, প্রতিদিন এ যানজটে পড়ে বাচ্চারা ঠিকমতো স্কুলের ক্লাসে উপস্থিত হতে পারছে না।

রাজশাহী থেকে ঘুরতে আসা আরিফ হোসেন নামে এক পর্যটক জানালেন, শহর থেকে বেরোতে তার প্রায় এক ঘণ্টা সময় ব্যয় হয়েছে। পর্যটন শহরে এমন যানজট চিন্তার বাইরে।

এদিকে শ্রীমঙ্গল যানজট নিরসনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে স্বল্প বা দীর্ঘ মেয়াদি একটি পরিকল্পনা বাস্তবায়নের দাবি করলেন।

শ্রীমঙ্গল শহরের ক্রমবর্ধমান যানজট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীর উপদেষ্টা ও সাবেক সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী।

তিনি বলেন, শ্রীমঙ্গলের মতো একটি ছোট শহরে এভাবে প্রতিদিন যানজট লেগে থাকা খুবই দুঃখজনক ও জনজীবনের জন্য হুমকিস্বরূপ।

তিনি আরও বলেন, শহরের প্রধান সড়কে হাট বসানো, অবৈধ পার্কিং, ব্যাটারিচালিত যানবাহনের বিশৃঙ্খল চলাচল এবং পথচারীদের চলাচলে বাধা সৃষ্টির মতো বিষয়গুলো দ্রুত সমাধান না করলে, জনদুর্ভোগ আরও বাড়বে।

পৌর প্রশাসক এবং শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানালেন, রাস্তায় শৃঙ্খলা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
তিনি বলেন , এরইমধ্যে প্রায় আড়াইশো চালকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা শহরে যানজট নিরসনে বহু রকম উদ্যোগী ভূমিকার পাশাপাশি হবিগঞ্জ রোডে বাসস্ট্যান্ড নির্মাণের পরিকল্পনার কথাও জানালেন তিনি ।

এ উপজেলা শহরে প্রায় ২৫ হাজার সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা নিয়মিত চলাচল করছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ