অন্যান্য

সংঘাতের পর রোববার ক্লাসে ফিরছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

  প্রতিনিধি 5 September 2025 , 2:21:41 প্রিন্ট সংস্করণ

বাবলু নন্দী 

গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘাতের এক সপ্তাহ পর অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে যাচ্ছে একাডেমিক কার্যক্রম। আগামী রোববার (৭ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষা ও পরিবহন পূর্বের নিয়মে চালু হবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে পরিবহন ব্যবস্থাও স্বাভাবিক নিয়মে চলবে।

উল্লেখ্য, গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় গ্রামবাসী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হয় এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টানটান উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা স্থগিত করেছিল।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ