এস, এম হামিম সরকার নিরব, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযোগ ফাউন্ডেশন এর পক্ষ থেকে অক্সিজেন কনন্সেন্ট্রেটর প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মোঃ আবু রায়হান স্যার এর হাতে অক্সিজেন কনন্সেন্ট্রেটরটি তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংযোগ ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলা টিমে সদস্যরা (নুরআলম নাহিদ,শামিম সরকার,সীমান্ত,সিয়াম,রুনা,মোসলেমা,নাসরিন,সিমা প্রমুখ)। মানুষের জন্যে মানুষের পাশে স্লোগান কে সামনে রেখে ২৭-০৩-২০২০ সাল থেকে সংযোগ ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় নিয়োজিত। আজ সংযোগ ফাউন্ডেশন এর ৫ বছর পূর্ণহলো।
উল্লেখ্য, ইতোপূর্বে সংযোগ । সংযোগ ফাউন্ডেশন এর পক্ষ থেকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন কনন্সেন্ট্রেটর মেশিন উপহার দেয়া হয়েছে।