প্রতিনিধি 27 February 2025 , 5:27:19 প্রিন্ট সংস্করণ
মনিরামপুর যশোর প্রতিনিধি।।
যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচন না দিয়ে সংস্কার কমিশনের মাধ্যমে অহেতুক কালবিলম্ব করার অপচেষ্টা করছে। এমনকি নির্বাচনকে বাধাগ্রস্ত করে সংসদ নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য অনেক পায়তারা করছে। আমরা চাই সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। কোনভাবেই স্থানীয় সরকার নির্বাচন সংসদ নির্বাচনের আগে হতে দেওয়া হবেনা।
বুধবার সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে সাবেক স্থানীয় সরকার পরিষদের ব্যানারে মানববন্ধন ও প্রধান উপদেষ্টার নিকট স্মারক লিপি প্রদান অনুষ্ঠানে এক বক্তব্যে আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন এসব কথাগুলো বলেন।
তিনি বক্তব্যে আরও বলেন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন নির্বাচন নিয়ে আমাদের আপাতত কোন মাথাব্যথা নেই। আমরা শুধু জাতীয় সংসদ নির্বাচনের দাবিতেই মাঠে নেমেছি। এদাবি আদায় না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরাসরি ভোটে নির্বাচিত হবেনা এটা আমরা কোনভাবেই মানিনা-মানবোনা।
শহীদ ইকবাল হোসেন তাঁর বক্তব্যে আরও বলেন, একটি পক্ষ বর্তমান সরকারকে বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করে বাংলাদেশের সুন্দর-সুষ্ঠ পরিবেশকে দূরে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। যেটা আমাদের বিএনপির কারোরই কাম্য নয়। তিনি দাবি জানান সকল বিভ্রান্তি ও অপচেষ্টা বাদ দিয়ে অচিরেই স্থানীয় সকল নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হোক। মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।