মো সাব্বির আহমেদ
টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একের পর এক চুরির ঘটনা ঘটে যাচ্ছে আতঙ্কে দিশেহারা জনসাধারণ। কিছুদিন পরপর উপজেলার কোন না কোন গ্রামে এ ধরনের চুরির ঘটনা ঘটছে। সাধারণ মানুষের প্রশ্ন এত চুরির ঘটনার পরেও পুলিশ কোন চোরকে ধরতে পারছেনা কেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালী মধ্যপাড়া শেরে বাংলা মাঠের পূর্ব পাশে আমান উদ্দিনের ছেলে পারভেজ আহমেদের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।পারভেজ আহমেদ একজন সিঙ্গাপুর প্রবাসী। পারভেজ আহমেদের মা পারভিন আক্তার বলেন রাতের খাবার খাওয়ার পর আমরা সকলেই ঘুমিয়ে পড়ি রাত আনুমানিক ৩ টার দিকে ঘুম ভাঙলে দেখতে পায় আলমারির দরজা খোলা মেঝেতে গহনার বক্স ও কাপড় চোপড় পরে আছে। দরজা খুলতে গেলে দেখি বাহির থেকে দরজা আটকানো পরে ডাকাডাকি করলে আশেপাশের লোকজন এসে দরজা খুলে দেয়। পারভিন আক্তার বলেন আলমারিতে রাখা নগদ ৪০ হাজার টাকা,৫ ভরি স্বর্ণ, ৪ ভরি রুপা দুটি মোবাইল ফোন সহ দুটি মাটির ব্যাংকে জমানো টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। যার আনুমানিক মূল্য প্রায় ৯ লক্ষ টাকার মতন।
পারভিন আক্তার সহ সখিপুরের সকল মানুষ নিরাপত্তা চাই প্রশাসনের কাছে আর যেন কোন পরিবার এভাবে নিঃস্ব হয়ে না যায় এটাই সখিপুরবাসীর প্রাণের দাবি।