মোঃ সাব্বির আহমেদ
সখিপুরে ভ্রাম্যমান আদালতে দুইটি প্রতিষ্ঠানের দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টাঙ্গাইলের সখিপুর-কচুয়া সড়কের মিলপাড়ের পূর্ব পাশে সড়কের উত্তর পাশে মা ও শিশু কেয়ার ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয় ।
অভিযানে ক্লিনিকের লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় । মূল্য তালিকা না ঝুলানো, ক্রয় রশিদ না থাকা ও লাইসেন্সের মেয়াদ না থাকায় মেসার্স তাকওয়া এন্টারপ্রাইজের (জাহিদুল ইসলাম) কে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী।