অন্যান্য

সখীপুরে মিষ্টির খালি প্যাকেটের ওজন ২৬৫ গ্রাম। ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি 18 August 2025 , 4:07:51 প্রিন্ট সংস্করণ

মো : সাব্বির আহমেদ 
টাঙ্গাইল সখীপুরের বড়চওনা বাজার ছোটচওনা রোড ভাই ভাই হোটেল,প্রোপ্রাইটর মো.নান্নু মন্ডল এর হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
১। খালি প্যাকেট বা কার্টুন-২৬৫ গ্রাম।
২। মূল্য তালিকা থাকলেও তাতে মূল্য নাই।
৩। কাঁচা ও রান্না করা খাবার ও মাংস একত্র ফ্রিজে রাখা।
 ৪। দই ও মিষ্টির তাকের নিচে ময়লাযুক্ত জিনিসপত্র রাখা সহ নানা অভিযোগের ভিত্তিতে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা। তিনি বলেন এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে সারা সখীপুরে।
সখীপুরের প্রাণকেন্দ্র সহ সারা উপজেলায় এ ধরণের অভিযান জরুরি। ভোক্তা যাতে প্রতারিত না হয় এবং অসাধু ব্যবসায়ীরা যাতে এমন মানুষ ঠকানো ব্যবসা না করতে পারেন সেদিকে নজর দেওয়ার জন্য উপজেলা প্রশাসন ও কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন বড়চওনা এলাকাবাসীর। তারা আরও বলেন এমন অভিযানের জন্য সখীপুর উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। সেই সাথে শুধু বড়চওনা বাজারের ব্যবসায়ী নয় উপজেলার কোন বাজারেই যেন এমন অসাধু ব্যবসায়ী দোকান বা ব্যবসা না করতে পারে এজন্য প্রশাসনকে নিয়মিত ও আরও কঠুর অভিযান পরিচালনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এলাকাবাসী।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ