মোঃ সাব্বির আহমেদ
টাঙ্গাইলের সখীপুরে সালাম হত্যাকাণ্ডের আসামী শনাক্ত করে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহত সালামের পরিবার ও এলাকাবাসী। ২২ জুলাই (সোমবার) দুপুর ১২টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকচকিয়া হাসনগঞ্জ বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত সালামের পরিবারসহ এলাকার শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে নিহত সালামের মা, স্ত্রী, মেয়ে, ভাই আবুল কালাম, ইউপি সদস্য মেজবাহ উদ্দিন, হাসনগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মোঃ হুমায়ুন, হাসনগঞ্জ স:প্রা:বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীনসহ এলাকাবাসী বক্তব্য রাখেন।
হত্যাকাণ্ডের ছয়মাস পেরিয়ে গেলেও এখনো কোনো আসামী সনাক্ত করে ধরতে না পারায় প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ নিহত সালামের পরিবার ও এলাকাবাসী।
নিহত সালামের ভাই আবুল কালাম আক্ষেপ করে বলেন, আমার ভাইকে হত্যার দীর্ঘ ছয়মাস পেরিয়ে গেলেও এখনো কেন কোনো আসামী ধরা পড়ছে না? তাহলে প্রশাসন কি করেছে? তারা নিশ্চুপ কেন??
নিহত সালামের মা কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার ছেলেকে আমি হয়তো ফেরত পাবো না। আমার ছেলের হত্যাকারীদের শাস্তি দেখে আমি মরতে চাই।
এ ব্যাপারে জানতে চাইলে সখীপুর থানার অফিসার ইন-চার্জ মোঃ আবুল কালাম ভূইয়া জানান, মামলাটি এখন আমাদের কাছে নেই। মামলার যতটুকু অগ্রগতি হয়েছিলো তার সবই পিবিআই তে হস্তান্তর করা হয়েছে। পিবিআই তদন্তাধীন বিষয়ে এখন আমাদের করার কিছু নেই।
উল্লেখ্যঃ গত ২২ জানুয়ারি দিবাগত রাতে হাসনগঞ্জ বাজারের ব্যবসায়ী সালাম হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনায় প্রথমে সখীপুর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে আসামী গ্রেফতার ও শাস্তির দাবিতে কয়েকবার মানববন্ধন করার দীর্ঘ কয়েক মাস পার হলেও থানা পুলিশ কোনো আসামী ধরতে না পারায় সালামের পরিবার মামলাটি পিবিআইতে হস্তান্তরের আবেদন করেন। বর্তমানে মামলাটি পিবিআই এর তদন্তের আওতায় রয়েছে।