প্রতিনিধি 21 July 2025 , 5:15:27 প্রিন্ট সংস্করণ
সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাপে কাটা রোগীকে চিকিৎসা করে বলল রোগী আশঙ্কা মুক্ত আছেন। উন্নত চিকিৎসা দরকার। রেফাড করা হলো ময়মনসিংহে। বাড়িতে আসলো লাস।
মোঃ সাব্বির আহমেদ
টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলায় (কালিদাস- বোয়ালী, বন্নি চালা )আজ ২১ শে জুলাই রোজ সোমবার আলাল মিয়া নামে (৬০) সাপে কামুরে মৃত্যু বরণ করেছেন।
তার নিজ বাড়িতে সাপে কাটার পর তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়। তারপর ডাক্তার পরিবারকে জানান, উনার অবস্থা আশঙ্কা মুক্ত। এবং তাকে ময়মনসিংহ হসপিটালে রেফার করা হয়। ময়মনসিংহ স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়ার পথে আলাল মিঞার সাথে যারা ছিল তারা অবস্থা অবনতি দেখে মনে করেন আলাল মিয়া আর পৃথিবীতে নেই। চারিদিকে মৃত্যুর রোল ছড়িয়ে পড়ে।
তখন তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। শাহাবুদ্দিন মার্কেটে এসে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে খাটিয়ায় নেওয়ার সময় স্থানীয় ডাক্তার তার পাল চেক করেন। এবং তার পাল তখনো চলছিল। এবং আশেপাশে আমরা যারা ছিলাম সবাই দেখি আলাল মিয়া জীবীত আছেন।
সকলে মিলে তাকে আবার টাঙ্গাইল পাঠানো হয়। টাঙ্গাইল যাওয়ার সময় রাস্তায় ইন্তেকাল ফরমান।
আলাল মিয়ার মৃত্যু আজ একটি গোলক ধাধা। সবার মুখে নানান প্রশ্ন ঘুরপার খাচ্ছে? সখিপুর কমপ্লেক্স ডাক্তার সাপে কাটা রোগীর চিকিৎসা দেওয়ার পর বললেন রোগী আশঙ্কা মুক্ত আছেন। তারপর কেন এই মৃত্যু? কেন তার সাথে যারা ছিল তারা তাকে ময়মনসিংহ নিলনা?
মানুষ চিরঞ্জীবন বাঁচে না। জন্ম গ্রহন করলে তাকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আলাল মিয়ার মৃত্যু সত্যি অনেকটা কষ্টদায়ক।