মোঃ আসাদ আলী খান
ফরিদপুরের সদরপুর উপজেলায় আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধ পন্থায় ড্রেজার মেশিন দিয়ে বালু তোলার দায়ে রাজীব (২৫) নামের এক যুবককে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড আরোপ করেছে ভ্রাম্যমান আদালত। ড্রেজার মেশিনটি জব্দ করা হয়েছে। আটককৃত রাজীব উক্ত ড্রেজারের চালক বলে জানা গেছে। তবে ড্রেজারের মালিক ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে বলে জানা যায়।
চরনাছিরপুর ইউনিয়নের মোল্যাকান্দি গ্রামের পদ্মা-আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার (১৬ মার্চ) বিকেল 8টার দিকে সদরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল অভিযান পরিচালনা করে উক্ত রাজীবকে ঘটনাস্থল থেকে আটক করে।
প্রশাসন সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় আটককৃতকে ৩০দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আটককৃত রাজীব পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মোঃ ফজলুল হকের পুত্র।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন জানান, নদী থেকে অবৈধভাবে মাটি তোলায় ফসলী জমিসহ বসতবাড়ি হুমকির মুখে পড়ছে। এদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।