অন্যান্য

সদরপুরে অবৈধ বালু ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  প্রতিনিধি 19 March 2025 , 3:58:11 প্রিন্ট সংস্করণ

ফরিদপুরের সদরপুরে অবৈধ বালু উত্তোলনে সৃষ্ট নদী ভাঙ্গনে জনভোগান্তি নিরসন ও অবৈধ বালু উত্তোলনের সিন্ডিকেট ভেঙে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৯ মার্চ ) দুপুর ১২টায় সদরপুর ছাত্র-জনতার ব্যানারে সদরপুর উপজেলা পরিষদ চত্বরে শতাধিক ছাত্র জনতার উপস্থিতিতে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে ছাত্র-জনতার বিভিন্ন শ্লোগানে এক বিশাল মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে ফিরে আসে।

 

প্রতিবাদ সমাবেশে ঘোষিত ৫ দফাগুলি হলো- ১. সদরপুর উপজেলায় যে সব কর্মকর্তা অবৈধ বালুব্যবসায় জড়িত তাদের পদত্যাগ করতে হবে ২. অবৈধ বালু কাটা ও বালুকাটা বন্ধে ব্যবস্থা না নেয়ায় যারা জড়িত তাদের উভয়ের বিরুদ্ধে কঠোর হতে হবে এবং অবৈধ বালুকাটার বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা দিতে হবে। ৩.বালুকাটা বন্ধ ও পরিবেশ রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসনের কর্মকর্তারা কী ভূমিকা নেবেন তা জনসম্মুখে জানাতে হবে। ৪.সমাবেশে উপস্থিত ছাত্র জনতাসহ সকলের জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৫.২০১০ সালের মাটি ও বালু ব্যবস্থাপনা আইন কঠোর ভাবে পরিপালন করতে হবে।

 

প্রতিবাদ সমাবেশে ছাত্র-জনতার পক্ষে বক্তব্য রাখেন আনিসুর রহমান সজল, সাজিদ, তরিকুল, নাসির, বাহাউদ্দিন, আশরাফুল ইসলাম, কাজী রিয়াজ, বৈশাখী ইসলাম বর্ষাসহ আরও অনেকে। এ সময় বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রী ও স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ