অন্যান্য

সদরপুরে অস্ত্র ছিনতাই করে ফাঁকা গুলি; আতঙ্কে এলাকাবাসী

  প্রতিনিধি 4 March 2025 , 2:02:44 প্রিন্ট সংস্করণ

ফরিদপুরের সদরপুর উপজেলায় মোঃ দাদন মাতুব্বর নামে এক ব্যবসায়ীর লাইসেন্স করা অস্ত্র ছিনতাই করে ফাঁকা গুলি ছুড়ে দুর্বৃত্তদের পালিয়ে যাবার খবর পাওয়া গেছে। সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চর মানাইর ইউনিয়নের চর আড়িয়াল খাঁ হাটে এই ঘটনাটি ঘটে। এতে ওই এলাকার মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার হয়নি।
জানা যায়, ওই এলাকার ব্যবসায়ী মোঃ দাদন মাতুব্বরের সাথে প্রতিবেশী বদুরুদ্দিন হাজীর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে সোমবার (৩ মার্চ) সকালে বদুরুদ্দিনের নেতৃত্বে বাদশা মাতুব্বর, সিরাজ মুন্সী, মাসুম মুন্সীসহ ৪০-৫০ জনের একটি দল ওই ব্যবসায়ীর বাড়িতে অতর্কিতে হামলা চালায়। এ সময় তার বাড়িতে থাকা লাইসেন্স করা একটি দোনালা বন্দুক ও ২০ রাউন্ড গুলিসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে এলাকার লোকজন জড়ো হলে তারা ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ আসিফ ইকবাল এবং সদরপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ মোতালেব হোসেন (খোকন) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে দাদন মাতুব্বরের ছেলে মোঃ রেজাউল করিম বাদি হয়ে ৪০/৫০ জনের বিরুদ্ধে সদরপুর থানায় অভিযোগ দায়ের করেন।
মোঃ আসাদ আলী খান 
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি 

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ