মোঃ আসাদ আলী খান
ফরিদপুরের সদরপুরে গোয়াল ঘরে আগুন লেগে এক চায়ের দোকানির ৩টি গরু ও ১টি ছাগল পুড়ে মারা গেছে। আজ সোমবার (২১ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলা আকোটের চর ইউনিয়নের মনিকোঠা গ্রামের মৃত খলিল বেপারীর ছেলে সুমন বেপারীর গোয়ালঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী উপজেলার মনিকোঠা গ্রামের সুমন বেপারীর বলেন, ‘গতকাল রাতে পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। এরপর রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ করে লোকজনের চিৎকারে ঘুম ভেঙে যায়।
আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গোয়াল ঘরে থাকা ৩টি গরু ও ১টি ছাগলসহ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়ে গেল।’
আকোটের চর ইউপি চেয়ারম্যান আছলাম বেপারী বলেন, ‘আমি সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম। অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি গরু ও ১টি ছাগলসহ একটি গোয়ালঘর পুড়ে গেছে।
’
সদরপুর ফায়র সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) নরেন্দ্র নাথ চৌধুরী বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে। অগ্নিকাণ্ডে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।