সারাদেশ

সদরপুরে জাটকা রক্ষার অভিযানে ৪০০ মিটার অবৈধ বাঁশের বাঁধ উচ্ছেদ

  প্রতিনিধি 10 April 2025 , 4:58:34 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় পদ্মা নদীতে অবৈধভাবে নির্মিত বাঁশের তৈরি ৪০০ মিটার আড়াআড়ি বাঁধ উচ্ছেদ করা হয় এবং সেই সাথে ৩ হাজার মিটার বিভিন্ন ধরণের জাল জব্দ করে ধ্বংস করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে সদরপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।

অভিযানে জব্দকৃত ৩০০ মিটার কোনাজাল, ৭০০ মিটার চায়না দুয়ারী, ১০০০ মিটার কারেন্ট জাল বলে জানা গেছে। বুধবার (৯ এপ্রিল) বিকাল ৩:০০ টা থেকে সন্ধ্যা ৮:০০ টা পর্যন্ত সদরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শিমুলতলী ঘাট সংলগ্ন পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদের সংযোগস্থলে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা মৎস্য অধিদপ্তর জানিয়েছে, বিভিন্ন মহল থেকে পদ্মা নদীর উক্ত এলাকায় অবৈধভাবে বাঁশের বাঁধ নির্মাণ ও বাধের সাথে কোনাজালের ফাঁস তৈরি করে জাটকা ইলিশসহ অন্যান্য মাছ নিধন চলছে মর্মে অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

উচ্ছেদ অভিযানে সার্বিক দায়িত্বে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মেহেদী হাসান এ প্রতিবেদককে জানান, ইলিশসহ অন্যান্য মাছ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত রাখা হবে। আমরা উৎসুক জেলে ও জনতার মাঝে সচেতনতা বাড়াতে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ এর লিফলেট বিতরণ করেছি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ