অন্যান্য

সদরপুরে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  প্রতিনিধি 23 February 2025 , 12:37:51 প্রিন্ট সংস্করণ

 

ফরিদপুর (সদরপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুরে পুকুরে ভেসে থাকা অজ্ঞত যুবকের লাশ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারি গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , কৃষ্ণপুর বাজার সংলগ্ন ঠেঙ্গামারি ওয়ার্ডের সাবেক মেম্বার সামাদ মোল্যার বাড়ির পাশের পুকুরে মরদেহটি ভাসছিল । পরে স্থানীয়রা সদরপুর থানা পুলিশকে অবহিত করলে তারা এসে লাশটি উদ্ধার করে ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি এবং কে বা কারা লাশটি ফেলে গেছে তা এখনও জানা যায় নি বলে জানিয়েছে সদরপুর থানা পুলিশ।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এখনো নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি। বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিবেদক,
মোঃ আসাদ আলী খান
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
মোবাইলঃ 01738121333
তারিখঃ ২৩/০২/২০২৫ইং

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ