প্রতিনিধি 14 April 2025 , 7:28:01 প্রিন্ট সংস্করণ
মোঃ আসাদ আলী খান
ফরিদপুরের সদরপুর উপজেলায় বিকাশ প্রতারকচক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম শ্যামপুর এলাকা থেকে তাদের আটক করে। বিষয়টি বিকেলে নিশ্চিত করেছেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব।
আটকরা হলেন, মো. রাজু শেখ (২৮), মো. রমজান শেখ ওরফে রঞ্জু (২২) ও মো. রিজু শেখ (৩৫)।
তারা সবাই ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের মোটরা গ্রামের শেখ ইসলাম ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এই প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে বিকাশ প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছিল। বিভিন্ন সময় তারা নিজেদের বিকাশ কম্পানির কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের ফোন করে অ্যাকাউন্ট ব্লক বা টাকা ফেরতের নামে গোপন তথ্য সংগ্রহ করে অর্থ আত্মসাৎ করত।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোতালেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ছাড়া অন্যান্য সদস্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।