অন্যান্য

সন্ত্রাসী চাঁদাবাজী বন্ধ ও সোহাগ হত্যাকারীদের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

  প্রতিনিধি 12 July 2025 , 3:41:00 প্রিন্ট সংস্করণ

মাহমুদুল হাসান চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ

ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগ কে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র জনতা।
শনিবার ১২ জুলাই সকাল ১১ টায় কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মুহাইমিনুল আজবিন,ও শাহীনের সহযোগিতায় ছাত্র সমাজের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় সন্ত্রাসী, চাঁদাবাজী, ধর্ষণ বন্ধ ও সোহাগ হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন মিছিল ও করেন। রাষ্ট্র কেন নীরব? এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ব্রাহ্মণবাড়িয়া শহর।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সার্বজনীন চিকিৎসা সুবিধার স্থানে যেখানে একজন মানুষের প্রাণ রক্ষা পাওয়ার কথা, সেখানে সোহাগকে পিটিয়ে হত্যা করা আমাদের সকলের নিরাপত্তা ও মানবাধিকারের প্রতি হুমকি। আমরা আর নিরব থাকবো না।”
বক্তারা আরও বলেন, “এই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পরও এখনো দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় না আনা প্রমাণ করে, রাষ্ট্র ব্যবস্থা আজ প্রশ্নবিদ্ধ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
ছাত্ররা হুঁশিয়ারী দিয়ে বলেন, “যদি অবিলম্বে সোহাগ হত্যার বিচার না হয়, তাহলে সারা দেশে ছাত্র জনতা কঠোর আন্দোলনে নামবে।”
সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং অবিলম্বে সোহাগ হত্যার বিচার দাবি জানায়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ