প্রতিনিধি 10 August 2025 , 2:52:18 প্রিন্ট সংস্করণ
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, হাসিনার পতনের পর গঠিত অন্তবর্তী সরকারের কর্মকাণ্ডে সমালোচনা থাকলেও সামগ্রিকভাবে দেশ সঠিক পথে চলছে। তবে সন্ত্রাস দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে, যা সব সাফল্যকে ছাপিয়ে বড় সমস্যায় পরিণত হয়েছে। এভাবে চলতে থাকলে আসন্ন নির্বাচনও অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
শনিবার (১০ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, জনপ্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও, এক বছরের মধ্যে তাদের পুনর্গঠন সম্ভব ছিল। পুলিশের পোশাক পরিবর্তনসহ সংস্কারের কথা উঠলেও তা বাস্তবায়ন হয়নি। ফ্যাসিবাদের সময় নিয়োগ পাওয়া সদস্যদের বড় কোনো সংস্কার ছাড়াই বহাল রাখা হয়েছে। এতে আইন-শৃঙ্খলার উন্নতি হয়নি, বরং ব্যবসায়ী ও সাংবাদিক হত্যার মতো ভয়াবহ ঘটনা অব্যাহত রয়েছে।
মাওলানা ইউনুস আহমদ আরও বলেন, ঢাকার নিউমার্কেটে দেশি অস্ত্রের বড় মজুদ পাওয়া উদ্বেগজনক। এমন মজুদ আরও কত স্থানে রয়েছে তা নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে। তিনি অভিযোগ করেন, সরকার আওয়ামী লীগ ও ভারতকে মূল্যায়নে ব্যর্থ হয়েছে, যার ফল ভয়াবহ হতে পারে। সেনাবাহিনী মাঠে থাকা সত্ত্বেও পরিস্থিতি উদ্বেগজনক। তাই অবিলম্বে সন্ত্রাস দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি, নইলে পরাজিত শক্তি নৃশংসভাবে পাল্টা আঘাত হানতে পারে।