হালুয়াঘাট প্রতিনিধি :
ময়মনসিংহের হালুয়াঘাটে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম-সম্পাদক ও কৈচাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদ আহমেদ সারোয়ার জাহান জাহাঙ্গীর কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে পৌর শহরের মাছ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর ইমাম পরিবহনের ব্যবস্থাপক। গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ইউনিয়নের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে লড়ে ছিলেন
পুলিশ জানায়, চলতি বছরের ৩১ জানুয়ারি রাতে দর্শাপাড় ব্রিজ এলাকায় আসামি সংঘবদ্ধ হয়ে রাজনৈতিক দলের স্লোগান সহ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের নিয়ে জননিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্যে জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করেন।
রাষ্ট্রের সম্পত্তি ক্ষতি সাধনের প্রচেষ্টায় লিপ্ত থেকে সন্ত্রাসী কার্যক্রম ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রচার ও অর্থ সরবরাহ করায় লিপ্ত ছিলেন জাহাঙ্গীর চেয়ারম্যান।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, এ ঘটনায় চলতি বছরের ১ ফেব্রুয়ারি হালুয়াঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। সেই মামলায় সুনির্দিষ্ট অভিযোগ ও পুলিশের তদন্তের ভিত্তিতে সাবেক জাহাঙ্গীর চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। দুপুরেই তাকে আদালতে পাঠানো হয়েছে।