
বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি :
“আপনার সন্তান কোথায় আছে খবর নিচ্ছেন তো?তাকে সন্ধার আগে ঘরে ফেরান”-ইউএনও নজরুল ইসলাম।
ঝালকাঠির নলছিটিতে ২৬ জানুয়ারি রবিবার সন্ধায় উপজেলা পরিষদ চত্তরের একটি পরিত্যক্ত ভবনের ছাদে দশ বারোজনের একদল কিশোর আগুন জ্বালিয়ে আড্ডা দিচ্ছে বা মাদক সেবন করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন।এসময় বারোজন কিশোরকে প্রাথমিকভাবে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
পরিত্যক্ত ভবনের ছাদে মাদক সেবনের আড্ডা চলছে এমন তথ্য পাওয়ার সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আব্দুস সালামকে সেখানে ফোর্স পাঠানোর নির্দেশ দেন এবং নিজেই তৎক্ষনাৎ সেখানে অভিযান পরিচালনা করেন।
এসময় সেখান থেকে বারোজন কিশোরকে আটকে থানায় নিয়ে যাওয়া হয় এবং তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরবর্তীতে তাদের সকলের অভিভাবকদের থানায় ডাকা হয়।
এবং অভিভাবকদের অনুরোধে সন্ধার পরে পড়ার টেবিলে থাকবে শর্তে তাদেরকে ক্ষমা করে অভিভাবকদের জিম্মায় দেয়া হয়।
এ বিষয়ে অভিভাবকদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম বলেন,আপনাদের কিশোর সন্তানদের খোজখবর নিন,তারা কোথায় যায়, কি করে।সন্ধার আগেই তাদের ঘরে ফেরা নিশ্চিত করুন।তাদেরকে পড়ার টেবিলে ফেরান।এই কিশোররাই আপনাদের ভবিষ্যৎ তাদেরকে বখে যাওয়া থেকে রক্ষা করুন।কিশোরদের পড়ার টেবিলে ফেরাতে এরকম অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।
উপজেলা প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।