প্রতিনিধি 21 March 2025 , 4:32:14 প্রিন্ট সংস্করণ
আনিসুল হক সুমন
নেত্রকোনার দুর্গাপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২টি দোকান। এতে আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ৪টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পূর্ব বালুচরা বাজারে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, মোদি ব্যবসায়ী শামছুল আলম সবুজ ও সার ব্যবসায়ী আব্দুর রহমান।
জানা গেছে, বেশি মালমাল থাকায় রাতে দোকানেই রাত্রিযাপন করতেন মোদি ব্যবসসায়ী শামছুল আলম সবুজ। বৃহস্পতিবারও তিনি দোকানেই ঘুমিয়ে ছিলেন। তবে সেহেরির সময় খাবার খেতে বাড়িতে যান। হঠাৎ মানুষের চিৎকার শুনে বেরিয়ে এসে দেখেন তার দোকানে আগুন লেগেছে। স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে ২টি দোকানে আগুন ছড়িয়ে পুড়ে ছাই হয়ে যায় সব কিছু। শামছুল আলমের দোকানে ভেতরে থাকা সকল মালামাল পুড়ে গেছে। অপরদিকে সার ব্যবসায়ী আব্দুর রহমানের দোকানের ভিতরে বেশি কিছু না থাকলেও তার দোকান ঘরটি সম্পুর্ন পুড়ে যায়।
শামছুল আলম সবুজ বলেন, সামনে ঈদ, ধার দেনা করে দোকানে বেশি মালমাল তুলেছি। চারদিকে চুরির উপদ্রপ থাকায় রাতে দোকানেই ঘুমাইতাম। স্বপ্ন ছিলো ভালো বেঁচাকেনা হলে পরিবারের সবার জন্য ঈদের কেনাকাটা করবো। কিন্ত আমার সকল স্বপ্ন আগুনে পুড়ে গেলো। দোকানে আগুন লাগার আগে আমি সেহেরির খাবার খেতে বাড়িতে গিয়েছিলাম। খাবার শেষ হওয়ার আগেই মানুষের চিৎকার চেচামেচি শুনে ভেবেছিলাম চোর এসেছে, তখনই বের হয়ে বাজারে গিয়ে দেখি আমার দোকানে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে কিভাবে আগুন লাগলো কিছুই বুঝতেছি না।
দুর্গাপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ মনজুর ফরাজি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক আমরা রওনা করেছিলাম। কিন্তু অর্ধেক পথ পর্যন্ত যেতেই সেখান থেকে তারা আমাদের ফোনে বলে আগুন নিভিয়ে ফেলেছে। এরপর আমরা ফায়ার স্টেশনে ফিরে আসি।