প্রতিনিধি 12 January 2025 , 11:41:44 প্রিন্ট সংস্করণ
সাকিব চৌধুরী ক্রাইম রিপোর্টার চট্টগ্রাম
চট্টগ্রামে সরকারি সারের
গুদাম থেকে অবৈধভাবে প্রতিনিয়ত পাচার হচ্ছে ফসফেট সার । কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সকল চোখ ফাঁকি দিয়ে চট্টগ্রাম থেকে অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছে ট্রাক ভর্তি অবৈধ সার।
২০২৫ সালের শুরু থেকে পাচার হচ্ছে বিভিন্ন ধরনের সার। দৈনিক পাচার হচ্ছে আনুমানিক তিনশ টনের ও বেশি সার । কৃষকদের জন্য সরকারিভাবে সার বরাদ্দ করলে ও নিয়ম অনুযায়ী পাচ্ছেন না কৃষক। তবে অর্থ বাণিজ্য করছেন কিছু অসাধু কৃষি কর্মকর্তা। বাংলাদেশ যদি এমন দুর্নীতিতে ভরে যায় তাহলে আমাদের দেশ যাবে ধ্বংসের পথে। এমনই মন্তব্য করেছেন সাধারণ কৃষক। চট্টগ্রামে সীতাকুণ্ডের বড় দারোগার হাট স্কেল সংলগ্ন এলাকায় মহাসড়কে অবৈধ ফসফেট সারের ১টি ট্রাক, যার নাম্বার (ঢাকা মেট্রো- ট ১৩-১২০৯) সাংবাদিকরা আটক করেছেন।
৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের পোর্ট কলোনি থেকে ছেড়ে আসা ট্রাকটি নীলফামারীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তবে যাওয়া হয়নি নীলফামারীতে,
কাল হয়ে দাঁড়ালো সাংবাদিকদের টিম, চোরাচালান নিয়ে মাঝপথে থেমে গেল ট্রাকের চাকা।
গোপন সংবাদ পেয়ে
সাংবাদিকদের চার সদস্যের টিম গঠন করে, অবৈধ সারের ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে যৌথ অভিযান পরিচালনা করেন।পরে সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমানকে অবৈধ সারের বিষয়টি অবহিত করলে। ঘটনাস্থলে ৫ সদস্যের একটি পুলিশের টিম পাঠানো হয়।
অবৈধ সার দেখে পুলিশ গাড়িটি তদারকি করে সত্যতার প্রমাণ পেয়ে পুলিশ অবৈধ ট্রাকটি জব্দ করে।