অপরাধ

সরকার বদল, চাঁদাবাজি বহাল: কড়াইল বস্তিতে নিয়ন্ত্রণ এখন নতুন সিন্ডিকেটের হাতে

  প্রতিনিধি 6 May 2025 , 6:10:48 প্রিন্ট সংস্করণ

সাইফ আহমেদ, বিশেষ প্রতিবেদক:

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তিতে পাল্টেছে প্রভাবশালী মহলের চেহারা, কিন্তু বদলায়নি চাঁদাবাজি, দখল আর অনিয়মের চিত্র। আগের মতোই অতিরিক্ত অর্থ দিয়ে গ্যাস, বিদ্যুৎ ও পানি কিনতে হচ্ছে বাসিন্দাদের।

 

টানা ১৬ বছর কড়াইলে আধিপত্য বিস্তার করেছিল আওয়ামী লীগপন্থী একটি সিন্ডিকেট। সরকার পতনের পর এদের অনেকে এলাকা ছেড়ে গেলেও তাঁদের অনুসারীরা এখন নিজেদের বিএনপি নেতাকর্মী পরিচয়ে প্রতিষ্ঠা করতে শুরু করেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মিলে গড়ে তোলা হচ্ছে নতুন সিন্ডিকেট।

 

এই নতুন দখল-চাঁদাবাজ সিন্ডিকেটকে ঘিরে বস্তিতে বাড়ছে উত্তেজনা, সংঘর্ষ এবং অস্ত্রের মহড়া। হামলায় আহত হচ্ছেন সাধারণ মানুষ। শুধু এক হাজার টাকার জন্য গুলি করার মতো ঘটনাও ঘটেছে।

 

স্থানীয়রা জানায়, বেলতলা, এরশাদনগর, আদর্শনগর, বেদে বস্তি ও ওয়ালভাঙা বস্তিতে ক্ষমতা ও নিয়ন্ত্রণ নিচ্ছেন বিএনপির নেতা মো. খররুম ও রাজা মিয়া। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীরা, যারা এখন বিএনপি পরিচয়ে সক্রিয়।

 

২০ নম্বর ওয়ার্ড বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক খান মো. সবুজের সঙ্গে খররুমের দ্বন্দ্বের জেরে সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন। এ নিয়ে বনানী থানায় মামলা ও পাল্টা মামলার হুমকি-ধমকি চলছে।

 

এছাড়া চাঁদাবাজির অন্যতম কৌশল হিসেবে বস্তির বিভিন্ন মার্কেট ও বাড়ি দখল করে ভাড়া তোলা হচ্ছে। বিদ্যুৎ ও পানির বৈধ মিটারের বাইরে চোরাই সংযোগ দিয়ে অতিরিক্ত বিল আদায় একটি নিয়মিত চিত্র হয়ে উঠেছে।

 

বস্তিতে প্রায় ৭০ হাজার কক্ষ রয়েছে, যাদের অধিকাংশই চোরাই বিদ্যুৎ ও পানি ব্যবহার করতে বাধ্য। প্রতিটি বাল্ব, ফ্যান, টেলিভিশন ও ফ্রিজ ব্যবহারে আলাদা করে মাসিক টাকা দিতে হয়। পানির জন্য ঘণ্টা ভিত্তিক বিল আদায় করা হচ্ছে, যা কখনো কখনো মাসে ৩ হাজার টাকাও ছাড়িয়ে যায়।

 

আসলে এখানকার দখল ও চাঁদাবাজি যেন রাজনৈতিক রঙ বদলে একই নাটকের পুনরাবৃত্তি। আওয়ামী লীগের সিন্ডিকেট এখন নাম পাল্টে বিএনপি ব্যানারে সেই একই অপকর্ম চালিয়ে যাচ্ছে। আর ভুক্তভোগী কেবলই সাধারণ বস্তিবাসী, যাদের কণ্ঠ কেউ শুনছে না।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ