প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ১১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ১:১২ পি.এম
সরাইলে সরকারী মেডিকেল কলেজের দাবিতে মানববন্ধন

মাহমুদুল হাসান চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৃহস্পতিবার ২১ আগস্ট সকাল ১১ টায় সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড়ে ঢাকা সিলেট হাইওয়েতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইনের কাছে একটি প্রতিনিধিদল স্মারক লিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে সরাইল উপজেলা দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবার ক্ষেত্রে অবহেলিত।
ব্রাহ্মণবাড়িয়া সদরে একাধিক হাসপাতাল আছে, সরাইল -আশুগঞ্জ -নাসিরনগর- বিজয়নগর এলাকা আশপাশের এলাকায় প্রায় ১৫ লক্ষ বাসিন্দাদের চিকিৎসার জন্য এখনো অনেক দুর্ভোগ পোহাতে হয়।
তাঁরা সরাইলের হাইওয়ের পাশে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের পক্ষে বেশ কিছু যুক্তি তুলে ধরেন। তাদের যুক্তিগুলি হলো-
ভৌগোলিক ভাবে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদরের মধ্যবর্তী স্থানে বিশ্বরোড চত্বর অবস্থিত, যা ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সংযোগস্থল। এই স্থানে মেডিকেল কলেজ হলে যাতায়াত অত্যন্ত সহজ হবে।
মহাসড়কের পাশে প্রস্তাবিত এই কলেজটি স্থাপিত হলে কেবল সরাইল নয়, পার্শ্ববর্তী বিজয়নগর ও আশুগঞ্জ,নাসিরনগর উপজেলাসহ অন্যান্য জেলা ও উপজেলার মানুষও এর সুফল পাবে।
সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমান মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আজমল হোসেন ছুটন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, উপজেলা জাসাসের আহ্বায়ক আহসানুল করিম রিপন ঠাকুর প্রমুখ।
উল্লেখ্য, গত ৩ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ব্রাহ্মণবাড়িয়ায় একটি মেডিকেল সরকারি কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমকে একটি ডিও লেটার দিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া বাসী আশা করছেন,খুব শীঘ্রই এর অনুমোদন মিলবে এবং ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনে দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নেবে।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.