অন্যান্য

সরিষা আবাদে আগ্রহ কুড়িগ্রামের কৃষকের, উৎপাদন হবে তেলবীজ 

  প্রতিনিধি 1 January 2025 , 12:29:05 প্রিন্ট সংস্করণ

 

আনোয়ার সাঈদ তিতু

 

কুড়িগ্রামের চরাঞ্চলে ব্যাপক পরিসরে সরিষা আবাদ হয়েছে। বন্যার পর বোরো চাষের আগে কম খরচে এ তেলবীজ উৎপাদন করছেন তারা। তবে সরকারি প্রণোদনাসহ উন্নত বীজ ও প্রযুক্তির মাধ্যমে সরিষার আবাদ বৃদ্ধি করা গেলে আরও বেশি লাভবান হওয়া যাবে বলছেন কৃষকরা।

 

কুড়িগ্রামের সাড়ে ৪ শতাধিক চরের বেশিরভাগ জমিতে এখন আবাদ হচ্ছে সরিষা। বন্যার পর বোরো চাষের আগে কম খরচে এ তেলবীজ উৎপাদন করছেন তারা। তবে সরকারি প্রণোদনাসহ উন্নত বীজ ও প্রযুক্তির মাধ্যমে সরিষার আবাদ বৃদ্ধি করা গেলে আরও বেশি লাভ হতো জানান কৃষক।

 

তারা বলেন, আশ্বিন-কার্তিক মাসে সরিষা বপন করা হয়। কম খরচে বেশি লাভ হওয়ায় সরিষা আবাদে আগ্রহ বাড়ছে। সরকারি প্রণোদনাসহ উন্নত বীজ ও প্রযুক্তি সুবিধা পেলে ফলন আরও বাড়ানো সম্ভব।

 

আর কৃষি বিভাগ বলছে, এ বছর দেরিতে বৃষ্টি ও বন্যা হওয়ায় চরাঞ্চলগুলোতে সরিষার আবাদ বিলম্বিত হয়। এতে লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ কিছুটা কম হলেও আলুসহ অন্যান্য ফসলের চাষ বৃদ্ধি পাবে।

 

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃষ্টি ও বন্যাতে সরিষা চাষ বিলম্বিত হয়েছে। তবে আলুসহ অন্যান্য ফসলের চাষ বৃদ্ধির মাধ্যমে এ ক্ষতি পুষিয়ে নেয়া যাবে।

 

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে কুড়িগ্রামে ২৮ হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ২৫ হাজার ৬৩৫ হেক্টর জমিতে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ