নিজস্ব প্রতিবেদকঃ
যশোর মণিরামপুরের মনোহরপুর ইউনিয়নের খোন্দকার বাড়ীর খোন্দকার মো শফিউদ্দিন ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহে রাজিউন।তিনি দৈনিক চেতনায় বাংলাদেশ ও ডিসিবি টেলিভিশনের চেয়ারম্যান সাংবাদিক কে এম মোজাপ্ফার হুসাইনের পিতা। শনিবার রাত ৮ টা ৩২ মিনিটে তিনি নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্য কালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি স্ত্রী সহ পাচ ছেলে তিন মেয়ে সন্তান রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন যাবৎ খুব অসুস্থ্য ছিলেন। সুস্থ থাকা অবস্থায় তিনি বায়তুন নূর শাহ জামে মসজিদ কুমারঘাটা কেন্দ্রীয় মসজিদ সহ বিভিন্ন মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করতেন এছাড়াও তিনি কবি ও লেখক ছিলেন।
গত শনিবার রাতে নিজ বাস ভবনে চিরদিনের মত বিদায় নিয়ে চলে গেছেন।রবিবার সকাল ১১টায় জানাজা শেষে মনোহরপুর খন্দকার বাড়ী পারিবারিক কবর স্হানে তাকে দাফন করা হয়।
এদিকে খোন্দকার মো শফি উদ্দীনের মৃত্যতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন
যুক্তরাজ্যে বি এন পির স্বনির্ভর সম্পাদক ড. মোঃ মনিরুজ্জামান মনির, ড্রিম প্লাস হোটেল এন্ড রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর তহিদার রহমান তোহিদ, রেড নিউজ এর প্রকাশক ও সম্পাদক এ্যাডঃ শেখ তাজ হোসেন তাজু মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আক্তার ফারুক মিন্টু,সন্জু মন্ডল সচিব মনোহরপুর ইউপি, সাবেক চেয়ারম্যান বি এম মোস্তফা মোহিতুজ্জামান মনোহরপুর ইউপি, অবসর প্রাপ্ত শিক্ষক শেখ নাজিম উদ্দিন, সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা,সাংবাদিক, জি এম ফিরোজ উদ্দিন,ইউপি মেম্বর মিস হাসিনা খাতুন, মো আব্দুল বাশার খন্দকার,মাষ্টার শেখ সাদি সহ বিভিন্ন থানার ওসি বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার সহ সকল রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা।