অন্যান্য

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গুরুদাসপুরে মানববন্ধন।

  প্রতিনিধি 9 August 2025 , 2:42:09 প্রিন্ট সংস্করণ

এস এম পারভেজ তালুকদার

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নাটোরের গুরুদাসপুরে কর্মরত সাংবাদিকরা। শনিবার (৯ আগস্ট) গুরুদাসপুর থানার সামনে ওই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক আলী আক্কাছ, আবুল কালাম আজাদ, নাজমুল হাসান, সাজেদুর রহমান,জালাল উদ্দিন, আব্দুস সালাম, দৈনিক চেতনায় বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি এস এম পারভেজ তালুকদার, ইমাম হাসান পিন্টু, মেহেদী হাসান তানিম, রহমত আলী, আয়নাল হক প্রমূখ। বক্তারা অবিলম্বে তুহিনের প্রকৃত হত্যাকারীদের দ্রুত শাস্তির দাবি করেন। এসময় অন্যান্য সাংবাদিক হত্যাকারীদেরও বিচার দাবি করা হয়। সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ