প্রতিনিধি 1 September 2025 , 1:31:15 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার
রূপসা সেতুর নিচ থেকে সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রির্পোটার ওয়াহেদ-উজ-জামান বুলু’র লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে খানজাহান আলী (র:) (রূপসা সেতু) সেতুর ২ নং পিলারের বেজমেন্ট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার কাছ থেকে জাতীয় পরিচয়পত্র উদ্ধার করার পর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নৌ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বুলু খুলনা মহানগরীর শিববাড়ি এলাকার ২১ ইব্রাহিম মিয়া রোডের আকবর আলীর ছেলে। তবে সাংবাদিক বুলুর এমন মৃত্যু নিয়ে সাংবাদিক ও সহকর্মীদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। রূপসা সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে লাশ উদ্ধারের সাথে সাথে পুলিশের আত্মহত্যা বলে চালিয়ে দেয়াকে নিয়ে হাজারো প্রশ্ন সামনে এসেছে। তাহলে কি সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুকে খুব ঠান্ডা মাথায় পরিকল্পিতভাকে খুন করা হয়েছে। যার স্ত্রী প্রায় ৪মাস নিখোঁজ, থানা জিডি, পত্রিকায় সংবাদ প্রকাশের পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। নিহত সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু ও নিখোঁজ এলিজা পারভীন লিজা দম্পতির কোন ছেলে-মেয়ে ছিলো না। পৈতৃক সম্পত্তিতে নিজ বাড়িতে স্ত্রী নিখোঁজ হয়ে যাওয়ার পর একাই বসবাস করতেন সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু। আত্মহত্যা বাড়িতে না করে কেনই বা তিনি রূপসা সেতুতে গেলেন?
প্রায় ৩০বছরের সাংবাদিকতা জীবনে ওয়াহেদ-উজ-জামান বুলুর সাথে কারো কখনো মন কষাকষি হয়েছে বলে বলতে পারেনি সহকর্মীরা। অমায়িক ব্যবহার ও শান্ত চরিত্রের অধিকারী ছিলেন তিনি। পেশাগত জীবনে সাংবাদিক বুলু আজকের কাগজ, চ্যানেল ওয়ান, ভোরের কাগজ, বঙ্গবাণী, দৈনিক প্রবাহ, সংবাদ প্রতিদিনসহ গত প্রায় তিন দশক ধরে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কাজ করেছেন। তিনি খুলনা নগরীর শিববাড়ি মোড় সংলগ্ন পৈত্রিক বাড়িতে বসবাস করতেন। সাংবাদিক বুলু খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য ছিলেন। এ ধরণের একটি মানুষের পক্ষে আত্মহত্যা করা কি আদৌ সম্ভব?
পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে এ ও জানিয়েছেন সেতুর উপর থেকে লাফ দিয়েছিলেন। সাংবাদিক বুলুর সহকর্মীরা মোটাদাগে এখানে প্রশ্ন রেখেছেন, যে মানুষটি নদীতে ঝাঁপ দিয়ে মরবেন তিনি নিশ্চয়ই পিলারের বেজমেন্টের ওপর ঝাঁপ দিবেন না; যদি ঝাপই দিবেন তার চোখের চমশা হাতে ছিলো কেন? তার ব্যবহৃত মোটর সাইকেল ফোন কোথায় এখন? সহকর্মীরা দাবি করেছেন সম্পত্তি নিয়ে পারিবারিক দ্ব›দ্ধ খুন হয়েছেন! এছাড়া জানা গেছে হরিণটানা এলাকা জনৈক ব্যক্তির সাথে তার লেনদেন ছিলো দীর্ঘদিনের। অনুসন্ধানে আসল তথ্য উদঘাটন হবে বলে সহকর্মীদের আশা। বিশেষ করে রূপসা সেতুতে থাকা সিসি টিভি পর্যালোচনা করলে বিষয়টি পরিস্কার হবে।
এদিকে লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নদীর ভেতরে হওয়ায় বিষয়টি নৌপুলিশকে জানানো হয়।
নৌপুলিশ রূপসা ফাঁড়ির পরিদর্শক আবুল খায়ের জানান, রাত সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। তার পরনে ছিল ব্লু রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমন্ডল ক্ষতিগ্রস্ত ছিল।
তবে আসলেই তিনি সেতুর উপর থেকে লাফ দিয়েছেন কিনা সেটি তদন্তের পর জানা যাবে। পিবিআই ও সিআইডি টিম মৃত্যুর কারণ নির্ণয়ের চেষ্টা করছে। সংবাদ পেয়ে পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তবে লবনচরা থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান বলেছেন সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অধিকতর তদন্ত করলে বিষয়টি পরিস্কার হবে।