প্রতিনিধি 20 June 2025 , 7:37:40 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।
খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান এবং দৈনিক পূর্বাঞ্চলের বিশেষ প্রতিনিধি মামুন রেজা হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার(২০ জুন) রাত নয়টা ৫২ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তার স্ত্রী ও একমাত্র পুত্র, একমাত্র বড়ভাই এবং দু’বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রয়েছেন।
শুক্রবার রাত নয়টার দিকে নগরীর হাজী মেহের আলী রোডস্থ নিজ বাসভবনে অবস্থানকালে বুকে ব্যাথা অনুভূত হওয়ার পর তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত নয়টা ৫২ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক মামুন রেজার প্রথম জানাজা রাত ১২টায় নগরীর শান্তিধাম মোড়স্থ জাতিসংঘ পার্কে(তারের পুকুর) অনুষ্ঠিত হওয়ার কথা। পরে তার মরদেহ নেওয়া হবে দিঘলিয়ার ব্রম্মগাতি গ্রামে। সেখানে শনিবার(২১জুন) বাদ যোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমের একমাত্র বড়ভাই শিক্ষা অফিসার মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, সাংবাদিক মামুন রেজার আকষ্মিক মৃত্যুর খবর পেয়ে সাংবাদিক সহকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ হাসপাতালে ছুটে যান।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মন্ডলীর সভাপতি বেগম ফেরদৌসী আলী, সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী সনি, নির্বাহী সম্পাদক আহমদ আলী খান, বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল, চীফ রিপোর্টার মোঃ সাহেব আলীসহ পূর্বাঞ্চল-ট্রিবিউনের সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।