রিটন কুমার নাথ বিশেষ প্রতিনিধি, বান্দরবান
বান্দরবানের
সিনিয়র সাংবাদিক রাহুল বড়ুয়া ছোটনের মমতাময়ী মা নীলিমা বড়ুয়া আর নেই।
রোববার (১৫ জুন) ভোর ৪টা ৪০ মিনিটে বান্দরবান শহরের নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
নীলিমা বড়ুয়া একজন স্নেহময়ী, নম্র ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজনসহ প্রিয়জনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
রাহুল বড়ুয়া ছোটন দীর্ঘদিন ধরে মোহনা টেলিভিশন ও দৈনিক গিরি দর্পণের বান্দরবান প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
সাংবাদিকতায় তাঁর অবদান স্থানীয় গণমাধ্যম অঙ্গনে প্রশংসিত।প্রয়াত নীলিমা বড়ুয়ার মৃত্যুতে বান্দরবানের সাংবাদিক সমাজ, শুভানুধ্যায়ী, সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
একাধিক সাংবাদিক সংগঠন শোকবার্তায় নীলিমা বড়ুয়ার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।