প্রতিনিধি 10 August 2025 , 3:03:57 প্রিন্ট সংস্করণ
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
গাজীপুরে গত ৭ই আগষ্ট রাতে সংঘটিত সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ময়মনসিংহের হালুয়াপাট উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। রবিবার বিকেলে উপজেলা প্রশাসন চত্ত্বরে এ কর্মসূচি পালিত হয়। হালুয়াঘাট প্রেসক্লাব, সাংবাদিক কল্যান ফোরাম ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ তুহিন হত্যার দ্রুত বিচার ও এ যাবত যত সাংবাদিক নিহত, আহত ও লাঞ্চিত হয়েছে সেসব ঘটনার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এসময় বক্তব্য রাখেন সাংবাদিক কল্যান ফোরামের সভাপতি ও দেনিক সংগ্রাম সংবাদদাতা খালেদ আহমেদ শামসুল আলম পনির, সাধারন সম্পাদক ও দৈনিক আমারদেশ প্রতিনিধি এ.কে.এম শামসুল ইসলাম মাহবুব, হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি ও ফুগান্তর প্রতিনিধি হাতেম আলী, সাধারন সম্পাদক ও ইত্তেফাক সংবাদদাতা আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের একাংশের সভাপতি ও আনন্দ টিভির ময়মনসিংহ ব্যুরোচীফ ওমর ফারুক সুমন, সাধারন সম্পাদক ও দৈনিক দিনকালের ভ্রাম্যমাণ প্রতিনিধি জুলফিকার আলী জ্বলমত, সাংবাদিক সমিতির সভাপতি বাবুল হোসেন, দৈনিক সমকাল ও এন টিভি অনলাইন প্রতিনিধি রফিক উল্লাহ চৌধুরী মানিক, কালের কণ্ঠ প্রতিনিধি মাযহারুল ইসলাম মিশু। এছাড়াও উপস্থিত ছিলেন দেনিক নয়াদিগন্ত প্রতিনিধি আনসারুল হক রাসেল, এশিয়ান টিভি হালুয়াঘাট প্রতিনিধি আব্দুল মালেক, এস টিভি প্রতিনিধি আব্দুল খালেক, যায়যায়দিন প্রতিনিধি তরিকুল্লাহ আশরাফি, আজকের খবর প্রতিনিধি আব্দুল আউওয়াল প্রমুখ। উপস্থিত সাংবাদিকবৃন্দ সাংবাদিকদের রাষ্ট্রীয় নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জজন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদানের উদ্যোগ গ্রহন করেন।